• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আসলেই কি জাতীয় দলে লবিংয়ের কোনো সুযোগ আছে?

| নিউজ রুম এডিটর ৯:৩০ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০২২ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

ক্রিকেটারদের বাদপড়া কিংবা দলে সুযোগ পাওয়ার পুরোটাই নির্ভর করে পারফরম্যান্সের ওপর। জাতীয় দল থেকে কেউ অন্য কোনো কারণে বাদ পড়ে না। বরং ক্রিকেটারদের প্রত্যাবর্তনের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে বোর্ড। ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি ‘এ’ দল ও এইচপি দলের কার্যক্রম নিয়েও আগের চেয়ে বেশি মনোযোগী দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আবু জায়েদ রাহীর এক বক্তব্যে আলোড়ন ক্রিকেটপাড়ায়। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরে ম্যাচ না পেলেও ছিলেন দলের সঙ্গে। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাকই পাননি। ক্ষোভ-অভিমান লুকাতে পারেননি এই পেসার। গণমাধ্যমে বলেই বসেছেন, লবিং নেই বলেই নাকি সুযোগ পাচ্ছেন না খেলার।

দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাহীর বেফাঁস মন্তব্য পছন্দ হয়নি নীতিনির্ধারকদের। জানা গেছে, ঈদের পর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবে বিসিবি। এ প্রসঙ্গে নির্বাচক প্যানেল এখনো মুখ না খুললেও লবিংয়ের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন তারা।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘যারা দল থেকে বাদ পড়েন পারফরম্যান্সের কারণেই বাদ পড়েন। যাদের দলে ফিরতে হয় তাদের পারফরম্যান্স করেই ফিরে আসতে হয়।’

কেমন ছিল রাহীর সাম্প্রতিক পারফরম্যান্স, একটু দেখে নেওয়া যাক। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্টই রাহীর সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ আন্তর্জাতিক উইকেট পেয়েছিলেন গত বছর ফেব্রুয়ারিতে। নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন ৩ উইকেট। যদিও একাদশে ফেরার জন্য ওই পারফরম্যান্স যথেষ্ট ছিল না। তার ওপর তাসকিন-এবাদত-শরিফুল-খালেদরা ভালো করতে থাকায় আড়ালে চলে যান রাহী। যদিও নির্বাচকরা বলছেন, কোনো সিরিজে কেউ বাদ পড়লে সেখানেই ক্যারিয়ারের শেষ নয়।

বাশার বলেন, ‘আমরা কিন্তু সবাইকেই দেখে থাকি যারা দলের বাইরে থাকে। ফার্স্ট ক্লাসকে আমরা খুব বেশি গুরুত্ব দেই। আমাদের বিপিএল আছে, বিসিএল আছে। আগের থেকে কিন্তু এখন নিজেকে প্রমাণ করার স্কোপটা বেশি। যারা বাইরে আছে তাদের ফিরে আসার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে।’

কিছুদিন আগেও সুইং বোলিংয়ের সুবাদে সবার গুডবুকে ছিলেন রাহী। তবে, বিতর্কিত বক্তব্যের পর পুরনো ভাবমূর্তি ফেরানো হয়তো কঠিনই হবে তার জন্য।