উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
শব্দের চেয়ে ৯ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম রাশিয়ার এই নয়া সমরাস্ত্র জিরকন। নতুন প্রজন্মের অস্ত্র হিসেবে এটি সংযোজন করেছে রাশিয়া।
আজ বুধবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের কমান্ডার আলেক্সান্ডার মইসেইভ জানান, এই ক্ষেপণাস্ত্র পূর্ণকালীন সময়ের জন্য রাশিয়ার নৌবহরের এ বছরের শেষ নাগাদ মোতায়েন করা হবে।
সূত্র: বিবিসি