• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো ক্যাম্পেইনের উদ্বোধন

| নিউজ রুম এডিটর ৪:৩১ অপরাহ্ণ | জুন ১৫, ২০২২ দিনাজপুর, সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ”ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। উপজেলার ৯৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে আগামী ১৯ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সি ১ হাজার ৩৭ জন শিশুকে ১টি করে নীল রঙয়ের ভিটামিন এ ক্যাপসুল , ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৯ হাজার ৯১৩ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।