• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

চুরির অভিযোগে যুবককে মধ্যযুগীয় নির্যাতন

| নিউজ রুম এডিটর ৪:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

মো: রেদওয়ানুল হক মিলন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুকুরে মাছ চুরির অভিযোগে ফইজুল ইসলাম (২৪) নামের এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পুকুর মালিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। শুক্রবার (২১ অক্টোবর) বালিয়াডাঙ্গী উপজেলার চরকডাঙ্গীতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ফয়জুল ইসলাম ওই উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। আর অভিযুক্ত আব্দুর রাজ্জাক মহিষমারী গ্রামের আলিম উদ্দীনের ছেলে।

আব্দুর রাজ্জাক জানায়, আমার পুকুরে দীর্ঘদিন যাবত মাছ চুরি হচ্ছিলো। কয়েকদিন ধরে রাতে পাহারা দিচ্ছি। গতকাল শুক্রবার ফইজুলসহ তিনজন জাল দিয়ে মাছ ধরছিলো। আমি ফইজুলকে ধরে ফেললেও বাকি দু’জন পালিয়ে যায়। পরে থানায় নিয়ে যাই।

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ফইজুলের শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়া দেখে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করাই। তা না হলে ছেলেটি রক্তক্ষরণের ফলে মৃত্যুর আশঙ্কা ছিলো।

ভুক্তভোগী ফয়জুলের বাবা মফিজ উদ্দীন বলেন, আমার ছেলে যদি পুকুরের মাছ চুরি থাকে তাহলে তাকে ধরে পুলিশে দেবে, কিংবা আমাকে জানাবে। আমি এর বিচার করতাম। তা না করে বাড়ি থেকে ছেলেটাকে তুলে নিয়ে ধারালো ছুড়ি দিয়ে হাতে, পায়ে, সারা শরীরে কুপিয়েছে। ছেলেটা আমার প্রাণে বেঁচে গেলেও পরবর্তীতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি এর বিচার চাই।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ধারালো অস্ত্রের আঘাতে একটি কান বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন অংশে বেশ কিছু সেলাই দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আমরা পর্যবেক্ষণে রেখেছি। প্রয়োজনে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার্ড করা হবে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, ‘ফইজুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে আসে। পরে এখান থেকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু থানায় এখন পর্যন্ত এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।