• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

কালীগঞ্জের গৃহহীন ‘ইসমাইলের’ ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর

| নিউজ রুম এডিটর ১২:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জের গৃহহীন ইসমাইল হোসেনের ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। তিনি উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। পেশায় একজন দিনমজুর। শারীরিক অক্ষমতায় এখন তিনি কর্মহীন। সহায় সম্বল বলতে কিছুই নেই তার। নেই মাথা গুজারও কোনো ঠাই।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক বেলা খাইলে অন্য বেলায় খাবার জোগাইতে পারেনা, থাকার যে ঘরটি রয়েছে সেটি বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি টিনের চালায় তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ইসমাইল।

দুর থেকে দেখে মনে হয় গোয়াল ঘর এটি। তবুও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের নজরেও আসেনি তাদের এই পলিথিনের ঘরটি।

কান্নাজড়িত কন্ঠে ভূমিহীন ইসমাইল হোসেন বলেন, কালীগঞ্জের অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে।

অথচ খাস জমিতে থেকেও আমার মত হতভাগার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর। একটি ঘরের জন্য ইউএনও স্যারের কাছে কয়েকবার গিয়েছি কাগজ জমা দিয়েছি কিন্তু তিন বছরে ও তা বাস্তবায়ন হয়নি।

তিন সন্তান নিয়ে বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটে আমার।

এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, ওই ভূমিহীন পরিবারের খোঁজ খবর নিয়ে দ্রুত ঘরের ব্যবস্থা করা হবে।’