• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সদর থানার পুলিশ বাক প্রতিবন্ধী এক শিশুকে নিয়ে বিপাকে

| নিউজ রুম এডিটর ৯:৫৩ অপরাহ্ণ | মার্চ ৮, ২০২৩ সাক্ষাৎকার

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকায় বাক প্রতিবন্ধী এক ছেলের কান্না দেখে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ।

বুধবার (৮ মার্চ) রাত ৭টার যদিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া জামে মসজিদের সামনে বাক প্রতিবন্ধী শিশুটি কান্না করছিল। উপস্থিত লোজজনের ভিড় থেকে সদর থানার একটি মোবাইল ডিম গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ শিশুটিকে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। বর্তমানে শিশুটি সদর থানায় রয়েছে। বাক প্রতিবন্ধী হওয়ায় শিশুটিকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বাক প্রতিবন্ধী ছেলেটি আজকে কুড়িগ্রাম শহরে ঘোষপাড়া এলাকায় কান্না করা দেখে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে কোন কথা বলতে পারে না। শিশুটিকে কেউ চিনে থাকলে সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।