• আজ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

বীরগঞ্জের ডা. আবুল হাইস আনসারী প্রবাল জনসেবা শ্রী পদক পেয়েছেন

| নিউজ রুম এডিটর ৯:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২৩ আন্তর্জাতিক

বীরগঞ্জ হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবুল হাইস আনসারী প্রবাল জনসেবা শ্রী পদক পেয়েছেন।

রাষ্ট্রপতি রামচন্দ্র প্যাডেল শুক্রবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ডাঃ আনসারিকে প্রবাল জনসেবা শ্রী পদক দিয়ে সম্মানিত করেন। উপ-রাষ্ট্রপতি রাম সহায় যাদব, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। . ,

নেপাল সরকারের সুপারিশে, তৎকালীন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী করোনা মহামারী চলাকালীন সাধারণ মানুষের প্রতি তার সহায়তার স্বীকৃতিস্বরূপ নেপাল সরকারের সুপারিশে ডাঃ আনসারি প্রবাল জনসেবা শ্রী পদক প্রদানের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের আওতায় শুক্রবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর আনসারিকে পদক দিয়ে সম্মানিত করা হয়।

বীরগঞ্জের ডাঃ আনসারির পাশাপাশি, নেপাল ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ সুবিদ গুপ্ত, শিল্পপতি আশেক বৈদ্য এবং মুরলীধর রুংতাও পদক পেয়েছেন।