• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

মারুফের কথায়, মুনতাসীরের সুরে, ফাইয়াজের “কালো মেঘে” প্রকাশিত

| নিউজ রুম এডিটর ১১:১৩ পূর্বাহ্ণ | জুন ২৫, ২০২৩ বিনোদন

ঢাকা, ২৪ জুন ২০২৩ – ইউটিউবে উন্মুক্ত হলো “কালো মেঘে” শিরোনামে একটি মৌলিক গান। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ, সুর ও সঙ্গীত করেছেন মুনতাসীর তুষার। অক্ষর অরিজিনালসের এই গানটিতে কন্ঠ দিয়েছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ছেলে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী ।

এ গানটি প্রসঙ্গে মারুফ বলেন, “একটি ভালো গানের জন্য ভালো কথা, সুর ও কন্ঠের যথাযথ মেলবন্ধন অত্যন্ত জরুরি। আশা করি এ গানে সেটা হয়েছে। জীবনের ভুলগুলোকে মেঘের সাথে তুলনা করে, সেই মেঘ ভেঙে, অভিমান ভুলে, প্রিয়জনকে বৃষ্টির মতো করে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে গানটিতে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।”

মুনতাসীর বলেন, “কথার গভীরতাকে ধারণ করেই গানটি সুর করতে চেষ্টা করেছি। ফাইয়াজ গেয়েছেনও ভালো। বাকিটা শ্রোতারা বিচার করবেন।”

গানটি অক্ষর রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও, গানটি অ্যাপল মিউজিক, আইটিউন, অ্যামাজন মিউজিক, স্পটিফাই -এর মতো জনপ্রিয় মিউজিক স্টোরসমূহের পাশাপাশি, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হয়েছে।