• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

| নিউজ রুম এডিটর ১২:৪১ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০২৩ সারাদেশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা,জগ দেওয়া ওপাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময় মতো পযাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট কেটে তা নদী,নালা,খাল,বিল, ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বতমানে ভালো পাটের মুল্য এক হাজার ছয় শত টাকা মণ ও নিন্ম মানের পাটের মূল্য এক হাজার দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে।

ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বাড়ছে।বিপ্রবোয়ালীয়া গ্রামের পাট চাষি- নজরুল ইসলাম ও বিশা ইউনিয়নের
ডুবাই গ্রামের সাগর আলী জানান, দুই বিঘা জমিতে পাটচাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায়
পড়তে হচ্ছে না। আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় এক হাজার চারশত পঞ্চাশ হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও একহাজার চার শত পনর হেক্টর জমিতে পাট হয়েছে।স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত পরামশ প্রদান করছি। এ বছর শুরুতে অনাবৃষ্টির কারণে গত বছরের তুলনায় পাটচাষ কম হলেও বাম্পার ফলন হয়েছে। বতমান বাজার মূ্ল্য ভালো রয়েছে।