• আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ | ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহত, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের | ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ |

লালমনিরহাটে ট্রাক চাপায় তাঁতী দলের সভাপতির মৃত্যু

| নিউজ রুম এডিটর ২:১৭ অপরাহ্ণ | আগস্ট ৪, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক চাপায় জেলা তাঁতী দলের সভাপতি মোজ্জামেল হক (৬০) নিহত হয়েছেন।

বুধবার রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোজাম্মেল হক লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত হতে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি পরে গিয়ে ট্রাকের সামনের বাম্পারের সাথে আটকে যায় এবং মহাসড়কেই প্রায় তিনশত মিটার ঝুলে ছিলো।

পরে পথচারী ও আশপাশের লোকজনের চিৎকারে ট্রাক দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আহত মোজাম্মেল হক মারা যায়। লালমনিরহাট জেলা তাঁতি দলের সভাপতি ও জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হকের দূর্ঘটনায় মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।