• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

লালমনিরহাটে ট্রাক চাপায় তাঁতী দলের সভাপতির মৃত্যু

| নিউজ রুম এডিটর ২:১৭ অপরাহ্ণ | আগস্ট ৪, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক চাপায় জেলা তাঁতী দলের সভাপতি মোজ্জামেল হক (৬০) নিহত হয়েছেন।

বুধবার রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোজাম্মেল হক লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত হতে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি পরে গিয়ে ট্রাকের সামনের বাম্পারের সাথে আটকে যায় এবং মহাসড়কেই প্রায় তিনশত মিটার ঝুলে ছিলো।

পরে পথচারী ও আশপাশের লোকজনের চিৎকারে ট্রাক দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আহত মোজাম্মেল হক মারা যায়। লালমনিরহাট জেলা তাঁতি দলের সভাপতি ও জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হকের দূর্ঘটনায় মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।