• আজ ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

মুখ দেখাবেন না সাকিব, তামিমের সঙ্গে ‘সন্ধি’

| নিউজ রুম এডিটর ৫:০০ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২৩ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

এশিয়া কাপের আগে রহস্যময় এক পোস্ট দিয়ে আলোড়ন ফেলেছিলেন সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন— ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’

এশিয়া কাপের দল ঘোষণার রাতে সাকিবের এই পোস্ট তখন ভাইরাল হয়ে যায়। পরে পরিষ্কার হয়, সেটি ছিল নেহাতই এক বাণিজ্যিক প্রচারণা। সাকিব আজ আবার আরেকটি পোস্ট করেছেন তার পেজে। সেখানে একটি সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই মুখ আর দেখাব না।’ পোস্টের হ্যাশট্যাগ দেখেই বোঝা যাচ্ছে, এটিও কোনো বাণিজ্যিক প্রচারণা।

বুধবার সন্ধ্যায় আরেকটি পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে। দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের হয়ে বিজ্ঞাপন করেছেন সাকিব আর তামিম ইকবাল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে এসেছে সাকিব-তামিম দ্বন্দ্ব।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে বিতর্কের ঝড় বইয়ে গেছে দেশের ক্রিকেটে। ঠিক এই ডামাডোলের মধ্যেই এলো সাকিব-তামিমের এই বিজ্ঞাপন।

সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প হয়ে উঠে এসেছে। ভক্ত-সমর্থকদের বেশ আবেগতাড়িত হওয়ার মতোই এক ভিডিও। সেখানে সাকিব-তামিম বলছেন— ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক…।’

বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর, বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুদিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট এক ঝড়ই বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে।

তামিম এক ভিডিওবার্তায় বোমা ফাটিয়েছেন। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তামিমকে নিয়ে।

শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সবাই আছে খেলার মুডে। নতুন করে আর ঝড় না উঠলেই হয়!