• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

মুখ দেখাবেন না সাকিব, তামিমের সঙ্গে ‘সন্ধি’

| নিউজ রুম এডিটর ৫:০০ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২৩ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

এশিয়া কাপের আগে রহস্যময় এক পোস্ট দিয়ে আলোড়ন ফেলেছিলেন সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন— ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’

এশিয়া কাপের দল ঘোষণার রাতে সাকিবের এই পোস্ট তখন ভাইরাল হয়ে যায়। পরে পরিষ্কার হয়, সেটি ছিল নেহাতই এক বাণিজ্যিক প্রচারণা। সাকিব আজ আবার আরেকটি পোস্ট করেছেন তার পেজে। সেখানে একটি সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই মুখ আর দেখাব না।’ পোস্টের হ্যাশট্যাগ দেখেই বোঝা যাচ্ছে, এটিও কোনো বাণিজ্যিক প্রচারণা।

বুধবার সন্ধ্যায় আরেকটি পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে। দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের হয়ে বিজ্ঞাপন করেছেন সাকিব আর তামিম ইকবাল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে এসেছে সাকিব-তামিম দ্বন্দ্ব।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে বিতর্কের ঝড় বইয়ে গেছে দেশের ক্রিকেটে। ঠিক এই ডামাডোলের মধ্যেই এলো সাকিব-তামিমের এই বিজ্ঞাপন।

সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প হয়ে উঠে এসেছে। ভক্ত-সমর্থকদের বেশ আবেগতাড়িত হওয়ার মতোই এক ভিডিও। সেখানে সাকিব-তামিম বলছেন— ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক…।’

বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর, বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুদিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট এক ঝড়ই বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে।

তামিম এক ভিডিওবার্তায় বোমা ফাটিয়েছেন। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তামিমকে নিয়ে।

শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সবাই আছে খেলার মুডে। নতুন করে আর ঝড় না উঠলেই হয়!