• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

মুখ দেখাবেন না সাকিব, তামিমের সঙ্গে ‘সন্ধি’

| নিউজ রুম এডিটর ৫:০০ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২৩ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

এশিয়া কাপের আগে রহস্যময় এক পোস্ট দিয়ে আলোড়ন ফেলেছিলেন সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন— ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’

এশিয়া কাপের দল ঘোষণার রাতে সাকিবের এই পোস্ট তখন ভাইরাল হয়ে যায়। পরে পরিষ্কার হয়, সেটি ছিল নেহাতই এক বাণিজ্যিক প্রচারণা। সাকিব আজ আবার আরেকটি পোস্ট করেছেন তার পেজে। সেখানে একটি সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই মুখ আর দেখাব না।’ পোস্টের হ্যাশট্যাগ দেখেই বোঝা যাচ্ছে, এটিও কোনো বাণিজ্যিক প্রচারণা।

বুধবার সন্ধ্যায় আরেকটি পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে। দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের হয়ে বিজ্ঞাপন করেছেন সাকিব আর তামিম ইকবাল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে এসেছে সাকিব-তামিম দ্বন্দ্ব।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে বিতর্কের ঝড় বইয়ে গেছে দেশের ক্রিকেটে। ঠিক এই ডামাডোলের মধ্যেই এলো সাকিব-তামিমের এই বিজ্ঞাপন।

সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প হয়ে উঠে এসেছে। ভক্ত-সমর্থকদের বেশ আবেগতাড়িত হওয়ার মতোই এক ভিডিও। সেখানে সাকিব-তামিম বলছেন— ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক…।’

বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর, বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুদিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট এক ঝড়ই বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে।

তামিম এক ভিডিওবার্তায় বোমা ফাটিয়েছেন। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তামিমকে নিয়ে।

শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সবাই আছে খেলার মুডে। নতুন করে আর ঝড় না উঠলেই হয়!