• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত   

| নিউজ রুম এডিটর ৯:১৮ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২৪ গণমাধ্যম

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক সেলিম ওমরাও খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘নিউজ ২১বিডি.নেট’ সম্পাদক , বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) সভাপতি একেএম শরিফূল ইসলাম খান।

রাজধানীর তেজগাঁওয়ে দ্য এশিয়ান এইজের অফিসে আয়োজিত বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এম শোয়েব চৌধুরী, সৈয়দ হোসাইন সৈকত।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মীর আব্দুল আলিম ও কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আবু নাঈম, সদস্য- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলবুল, নাসির উদ্দিন বুলবুল। এ সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকদের শক্ত অবস্থানের পাশাপাশি  অবাধ তথ্য প্রবাহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। একই সাথে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও কল্যানে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান, নাজমা সুলতানা নীলা, সামসাদ আনহার, খোকা আমিন, লায়ন আক্তারুজ্জামান প্রমুখ।