• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

কেরানীগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন সম্পন্ন। রায়হান সভাপতি সম্পাদক আলতাফ হোসেন মিন্টু।

| নিউজ রুম এডিটর ১১:২৭ অপরাহ্ণ | মে ১৭, ২০২৪ গণমাধ্যম

 

বিশেষ প্রতিবেদক :উৎসব মুখের পরিবেশে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের জিনজিরা বাসরোডে সংগঠনের নিজস্ব ভবনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে প্রতিদন্দিতা করেন দৈনিক সমকাল পত্রিকার মোঃ রায়হান খান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার এইচ এম আমিন। সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু,দৈনিক যুগান্তর পত্রিকার আবু জাফর প্রতিদন্দিতা করেন।

বিপুল ভোটের ব্যাবধানে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক সমকাল পত্রিকার রায়হান খান।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচিত হন দুই দুইবারের সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু। এছাড়া সহ-সভাপতি পদে নয়া দিগন্ত পত্রিকার রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী শ্যামল ও শহীদুল ইসলাম বিপ্লব সমান ভোট পেয়ে যুগ্ম ভাবে নির্বাচিত হন। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার শফিক চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার ইউসুফ আলী প্রেসক্লাবের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার নাজিম উদ্দিন ইমন, কোষাধক্ষ্য পদে দৈনিক আমাদের সময় পত্রিকার আশিক নূর, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের এরশাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ডিবিসি নিউজের নাসির উদ্দিন লিটন ও দৈনিক দেশ রূপান্তরের রাজু আহমেদ নির্বাচিত হন।