কুড়িগ্রামে বন্যার আগাম সতর্কতা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বন্যার আগাম সতর্কতা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বুধবার সকালে আরডিআরএস কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম আরডিআরএস’র কো-অর্ডিনেটর (ইমারজেন্সি এন্ড হিউম্যানটেরিয়ান এসিসটেন্স) তপন কুমার সাহা।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, প্রজেক্ট অফিসার শাহজাহান মিয়া, আপেল মাহমুদ প্রমুখ।
আয়োজকরা জানান, ট্রান্সবাউন্ডারি ফ্লাড রেজিলেন্স প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের ৪টি উপজেলার ২৩টি ইউনিয়নের ১৯৮জন যুব ও যুবতীকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
যারা বন্যার আগাম বার্তা প্রচার, বন্যা চলাকালীন উদ্ধার কার্যক্রম গ্রহন এবং বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে সহযোগিতা করবেন।