• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলে বাওয়ালিদের মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৬:৪৯ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৪ সাতক্ষীরা

 

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের বনদস্যু নির্মূলে উপকূলীয় এলাকার জেলে বাওয়ালিদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে কর্মরত জেলে বাওয়ালিদের অপহরণ করা হচ্ছে। বনদস্য মজনু, আলিম ও মিলন পাটোয়ারী নামে তিন বাহিনীর তৎপরতা থাকায় সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরা জেলেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এমন অভিযোগ নিয়ে সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সুন্দরবনের কর্মরত জেলে, বাওয়ালিরা সমবেত হয়ে এক মানববন্ধন ও সমাবেশ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলে, বাওয়ালিদের দাবির সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন।

জেলে বাওয়ালীদের উপর নির্মম ,অত্যাচার নির্যাতন, মুক্তিপণের দাবিতে চাঁদাবাজি, অপহরণ এ সব বন্ধ রাখার দাবি করে বক্তব্য রাখেন, নির্যাতিত জেলে আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আকবর হোসেন, বাবলুর রহমান, ফজলুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এম সোলায়মান কবির সহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ৫ তারিখের পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একাধিক মামলার চিহ্নিত আসামিরা সুন্দরবনের অবস্থান নিয়ে, জেলে বাওয়ালিদের অপহরণ পূর্ব মুক্তিপণ আদায় সহ চাঁদাবাজি ছিনতাই নির্যাতন অব্যাহত রেখেছে। তারা দ্রুত সুন্দরবনে অভিযান পরিচালনা করে বনদস্যু নির্মূলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের বনদস্যু নির্মূল না হলে জেলে বাওয়ালিরা বৃহত্তর আন্দোলন করবেন বলে উক্ত মানববন্ধন থেকে জানান তারা।