

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। কিন্তু, দীর্ঘস্থায়ী খুশি যেন লেখা নেই কাশ্মীরবাসীর কপালে; খবর মিলেছে আরও এক বিস্ফোরণের।
শনিবার (১০ মে) রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর, বারামুল্লা ও জম্মুতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক ভিডিও শেয়ার করে লিখেছেন, কোনো যুদ্ধবিরতি নেই। শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।
এর আগে, শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান তিনি। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে।
শ্রীনগরভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন, তিনি আকাশে বস্তু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন।
তিনি বলেন, বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎবিচ্ছিন্নতা এবং এয়ার সাইরেন শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা পরিষ্কার নয়। এগুলো ক্ষেপণাস্ত্র নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, তা জানা যায়নি।
উমর মেহরাজ আরও জানান, বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
অথচ, মাত্রই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম জানান এ খবর। এর কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও। সেইসঙ্গে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানায় উভয়পক্ষ।