• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ |

তেলের দাম বৃদ্ধি, হিলিতে বিএনপির বিক্ষোভ

| নিউজ রুম এডিটর ৩:৪৭ অপরাহ্ণ | মার্চ ৫, ২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি: তেলের দাম বৃদ্ধির কারনে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার বেলা ১২টার সময় হাকিমপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, থানা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, যুবদলের আহবায়ক শাহ্ আলম, পৌর সেচ্ছাসেবক দলের মিন্নুর রহমান সজল, হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মর্তুজা সরকার, হাকিমপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেনা। কারন বাংলাদেশ থেকে গত ১২ বছরে ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বর্তমান সরকারের এমপি, মন্ত্রীসহ আমলারা। যার জন্য আজ দেশের বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সরকার ১০ টাকা কেজি মূল্যের চাল খাওয়ানোর কথা বলে সেটিও বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তারা। সেই সাথে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবিও করেন এবং তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবেনা বলেও জানান বক্তারা।