• আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| নিউজ রুম এডিটর ৮:২৩ পূর্বাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিমগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ১টা থেকে এ তিন নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এ সময় ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, ‘কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।’