• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

| নিউজ রুম এডিটর ৫:১৮ পূর্বাহ্ণ | মার্চ ২, ২০২৫ শিক্ষাঙ্গন

 

 

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো: জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (০১ মার্চ) রাত দশটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে মাদকসেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা।

এরপর প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো: গোলাপ খানের ছেলে।

লিখিত জবানবন্দিতে তিনি বলেন, প্রায়ই সে এখানে মাদক সেবন করতে আসে। এছাড়া জবানবন্দিতে সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুইজন মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মাসুদ বলেন, ‘তাকে থানায় নিয়ে যাচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, ‘মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে এটা কোনোভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরো সজাগ থাকব।’