• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

‘প্রেমে ব্যর্থ হয়ে’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‌‘আত্মহত্যা’

| নিউজ রুম এডিটর ৯:২৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৭, ২০২২ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

প্রেমে ব্যর্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোরে টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম প্রীতম কুমার সিং (২১)। তিনি পৌর এলাকার উত্তম কুমার সিংহের ছেলে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্র দাবি করেছে, প্রেমে ব্যর্থ হয়ে রবিবার দিবাগত মধ্যরাতে ‘অ্যামোনিয়াম সালফেট’ সেবন করেন। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলের কুমু‌দিনী সরকারি ম‌হিলা ক‌লে‌জের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অ‌ন‌্যত্র বি‌য়ে হ‌য়ে যায়। প্রেমিকা‌কে হারানোর বেদনা ও ক্ষোভে এই আত্মহত‌্যা করতে পারেন প্রিতম।

সোমবার দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়। প্রীতম কুমার সিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৬৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মুরাদ হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।