• আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম
 লিভার প্রতিস্থাপন করতে হবে খালেদা জিয়ার, পরিবারের আবেদন | ক্রিকেট পাড়ায় উত্তাপ, বিশ্বকাপ দলে কি থাকছেন তামিম? | নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে: ইসি আনিছুর রহমান | খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’ | ভারতের কাছে বাংলাদেশের শোচনীয় হার | খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী | বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী | নিবন্ধিত নিউজ পোর্টাল “পিপলস নিউজ এ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | নিবন্ধন পেল পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টাল | আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক |

বিস্তীর্ণ ফসলী জমির মাঠ জুড়ে সবুজের সমারোহ, ভালো ফলনের আশায় বুক বেধেছে কৃষক!

| নিউজ রুম এডিটর ৭:১৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদার: সোনালী ফসল ধানের সবুজ রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলী জমির মাঠ। যে পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তাকালে মনে হয় এ যেন সবুজের এক স্বর্গরাজ্য। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় বুক বেধেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হাজারো কৃষক। ধানের ভালো ফলন পাওয়ার আশায় ধান গাছের পরিচর্যায় আলাদা গুরুত্ব দিচ্ছেন তারা।স্থানীয় কৃষকদের সাথে আলাপ করে জানা যায, এ বছর আবহাওয়া অনূকূলে থাকায় চরাঞ্চল সহ উপজেলার বিভিন্ন এলাকায় সঠিক সময়ে চারা রোপন করা সম্ভব হয়েছে। গত বছর এ উপজেলার কৃষকরা ধানের ফলন ভালো পাওয়ায় এ বছরও ধান চাষে আগ্রহী হয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছেন তারা।

উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫ হাজার ১ শত ৫০ হেক্টর জমিতে ধানের চাষাবাদ করা হয়েছে। এ বছর ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বছর ৫ হাজার ৩ শত হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকাসহ সঠিক সময়ে চারা লাগানো থেকে শুরু করে ধান গাছের সঠিক যত্ন ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে পোকার হাত থেকে ধান গাছ রক্ষা করা গেলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আর মাত্র কয়েক মাসের মাসের মধ্যে চরাঞ্চলের কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারবে। উপজেলা কৃষি অধিদফতরের উপ-সহকারী মোঃ মোশারফ হোসেন জানান, মৌসূমের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের ধান চাষে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর সিরাজদিখানের বিভিন্ন এলাকার ৫ হাজার ১ শত ৫০ হেক্টর জমিতে ধানের চাষাবাদ করা হয়েছে। লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩ শত হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলণের আশা করছেন স্থানীয় কৃষকরা।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে