• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

রুহিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৪:৫৭ অপরাহ্ণ | মার্চ ১১, ২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও : গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ঘোষণার সাথে সাথে জেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। অন্যদিকে ঠাকুরগাঁও জেলা শহরে নয় বরং সদর উপজেলার রুহিয়া থানায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রুহিয়া থানা ছাত্রলীগের আওতাধীন ৬ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।

গতকাল সন্ধ্যা ৬ টার দিকে রুহিয়া থানা ছাত্রলীগের ডাকে বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন পাওয়ায় প্রথমে আনন্দ মিছিল। পরে রুহিয়া চৌররাস্তায় একটি সমাবেশ হয়।

রুহিয়া থানা ছাত্রলীগের আহব্বায়ক আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া ১নং আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সমাবেশে বক্তারা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাটি নতুন থানা হওয়ায় এখানে কোন বড় প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাছাড়া জেলা শহরে সরকার কলেজ, পলিটেকনিক কলেজ সহ অনেক বড়-বড় প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়াও রুহিয়া থানা এলাকার সঙ্গে পার্শবর্তী বিভিন্ন জেলার সড়ক ও রেল যোগাযোগ যেহেতু ভাল সেক্ষেত্রে রুহিয়ার উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের হস্তক্ষেপ কামনা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নেতারা আরো বলেন, আমরা সব সময়ই বঞ্চিত হচ্ছি। আমাদের নেতা সফল মন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন দিন-রাত ঠাকুরগাঁও জেলাকে উন্নায়নের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। রুহিয়ায় বিশ্ববিদ্যালয়টি হলে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি পঞ্চগড় বাসীর ও সুবিধা হবে। তাই দুই জেলার মানুষের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়টি রুহিয়ায় স্থাপনের অনুরোধ জানান ছাত্রলীগ নেতা কর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রুহিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক সবুজ মাহামুদ, হেলাল হোসেন, রুহিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন সহ রুহিয়া থানা ইউনিয়ন পর্যায়ের সকল ছাত্রলীগের নেতাকর্মীরা।