• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

স্বস্তির শতক সাব্বিরের ব্যাটে

| নিউজ রুম এডিটর ৪:৫০ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০২২ ক্রিকেট, খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে চড়ান না প্রায় বছর তিনেক হতে চললো। ঘরোয়া লীগগুলোতেও সাব্বির রহমান ছিলেন নিজের নামের ছায়া হয়েই। বিপিএল, জাতীয় লিগ বা ডিপিএল কোথাওই তার ব্যাট হাসেনি। অবশেষে ডিপিএলের সুপার লিগে এসে পেলেন স্বস্তির এক শতক। লিস্ট এ ক্রিকেটে সাব্বির নিজের চতুর্থ সেঞ্চুরিটি পেলেন অনেক অপেক্ষার পরই।

ডিপিএলের প্রথম পর্বের ১০ ম্যাচে একটি ফিফটিও ছিলো না একসময়ের জাতীয় দলের আগ্রাসী এই ব্যাটারের। ৯ ইনিংসে ব্যাট করতে নেমে করেছিলেন সর্বসাকুল্যে ২০০ রান। সর্বোচ্চ ইনিংস ছিলো ৪৬ রানের।

প্রথম পর্ব পেরিয়ে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে সাব্বিরের লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হয়েছে ডিপিএলের নবাগত দল রূপগঞ্জ টাইগার্সের। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে নবাগত টাইগার্সদের বিপক্ষেই আজ ১২৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন সাব্বির।

টস জিতে ব্যাট করতে নামার পর মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বসলে ক্রিজে আসেন সাব্বির রহমান। আজ শুরু থেকেই আক্রমণাত্মক রূপ ধারণ করেন জাতীয় দলের একসময়ের হার্ডহিটার এই ব্যাটসম্যান।

১১১ বলে ৮ ছক্কা আর ৮ চারে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। তার অসাধারণ ইনিংসে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জ ৫০ ওভারে ৩২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

২০১৯ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে সাব্বির। ঘরোয়া ক্রিকেটেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এতোদিনে। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে তিন বছর পর পাওয়া আজকের এই সেঞ্চুরি বেশ উচ্ছ্বসিতই করবে সাব্বিরকে।