• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

খেলা আসলে দেখা যায় সাকিবের সমস্যা: পাপন

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাকার মোহে পড়ে তারকা ক্রিকেটাররা দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে যাচ্ছেন না। এতেও সমস্যা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

তবে বিসিবি সভাপতি চান ক্রিকেটাররা নিজেরাই পছন্দ করুক কে কোন ফরম্যাটে খেলবে। তারা যেন আগেভাগেই বোর্ডকে জানিয়ে রাখেন কোনটায় খেলবেন আর কোনটায় খেলবেন না। যাতে তার রিপ্লেসম্যান্ট বোর্ড তৈরি করে রাখতে পারে।

এ ব্যাপারে রোববার সংবাদমাধ্যমকে পাপন বলেন, ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলবে সেই সিদ্ধান্তটা তারা নিতেই পারে। এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিলে ভালো হয়। তাতে বোর্ডেরও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে।

সাকিব প্রসঙ্গে পাপন বলেন, সাকিবের ব্যাপারে বলাটা কঠিন। ওকে সবাই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব সংস্করণে চায়। কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সাথে আমি যখন কথা বলি, তখন মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই।