• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

খেলা আসলে দেখা যায় সাকিবের সমস্যা: পাপন

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাকার মোহে পড়ে তারকা ক্রিকেটাররা দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে যাচ্ছেন না। এতেও সমস্যা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

তবে বিসিবি সভাপতি চান ক্রিকেটাররা নিজেরাই পছন্দ করুক কে কোন ফরম্যাটে খেলবে। তারা যেন আগেভাগেই বোর্ডকে জানিয়ে রাখেন কোনটায় খেলবেন আর কোনটায় খেলবেন না। যাতে তার রিপ্লেসম্যান্ট বোর্ড তৈরি করে রাখতে পারে।

এ ব্যাপারে রোববার সংবাদমাধ্যমকে পাপন বলেন, ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলবে সেই সিদ্ধান্তটা তারা নিতেই পারে। এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিলে ভালো হয়। তাতে বোর্ডেরও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে।

সাকিব প্রসঙ্গে পাপন বলেন, সাকিবের ব্যাপারে বলাটা কঠিন। ওকে সবাই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব সংস্করণে চায়। কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সাথে আমি যখন কথা বলি, তখন মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই।