• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

ঘোড়াঘাটে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

| নিউজ রুম এডিটর ৬:১৯ অপরাহ্ণ | জুন ১, ২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভা এলাকার শ্যামপুর জামে মসজিদের তিনতলা ভবণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১লা জুন) সকালে মসজিদ ভবনের এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি। সামাজিক অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যয় নির্ধারনে তিনতলা বিশিষ্ট ভবনের ভিত্তি দেওয়া হলেও প্রথম পর্যায়ে দ্বিতল ভবন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম।

এ সময় মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবলী সাদিক এমপি। পরে তিনি মসজিদ নির্মান ব্যয় বাবদ নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ টাকা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্টু, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ আব্দুর রেজা, সমাজসেবক আব্দুর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।