• আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে বই উপহার দিলেন এমপি শিবলী সাদিক

| নিউজ রুম এডিটর ৬:৩০ অপরাহ্ণ | জুন ৪, ২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সজিব ইসলাম নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র বইয়ের অভাবে লেখা পড়া করতে পারছেনা। এমন সংবাদ দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে জানালে তিনি সঙ্গে সঙ্গে তাকে বই কিনে দেন।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জানান, তার নির্বাচনী এলাকায় বইয়ের অভাবে একজন মেধাবী ছাত্রের ভবিষৎ নষ্ট হয়ে যাবে এমনটা হতে পারে না। তার মতো যদি এমন কোন ছাত্র সমস্যায় থাকে সেই ছাত্রের সমস্যা সমাধানের জন্য ছাত্রলীগের কর্মীদের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোয়াইব মন্ডল এবং বিরামপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাওন।