• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

হিলিতে চাঁদা তুলে চলছে সড়কের সংস্কার কাজ

| নিউজ রুম এডিটর ৬:৫২ অপরাহ্ণ | জুন ১৪, ২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে চাঁদা আদায় করে সড়কের সংস্কার কাজ চলছে। ইজিবাইক সমিতির কয়েক জন্য সদস্য এই খানাখন্দে ভরা সড়কটির সংস্কার করছেন। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কটি। এটি একটি ব্যস্ততম সড়ক।

গত কয়েকদিন আগে বাজারের পূর্বে শেষের সড়কের স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। অনুপযোগী হয়ে উঠে সড়কটিতে চলাচলের ছোট-বড় সকল যানবাহন সহ পথচারীদের। বিশেষ করে বিপাকে পড়ে এই সড়ক দিয়ে যাতায়াত সকল অটো ইজিবাইক চালকরা। তারা যাত্রীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেও কোন লাভ হয়নি এই সড়ক সংস্কারের। পরে ইজিবাইক সমিতির কয়েক জন চালক নিজ উদ্যোগে ঐসড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহনদের নিকট চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন।

ইজিবাইক চালক এখলাস হোসেন জানান, হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে আমরা অটো ইজিবাইক চালায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে থাকে। বোয়ালদাড় বাজারে এখানে সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন যাবৎ এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানকার স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের নিকট গিয়ে ছিলসাম, তিনি বলেছেন মাসখানেক আগে ৫০০ ইট দিয়েছি, বিষয়টি পরে দেখা হবে। আমরা গরীব মানুষ পরে কবে সড়কের সংস্কার করবেন তিনি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার উপরে খরচ হয়েছে। তাই বিভিন্ন যানবাহনের নিকট ১০/২০ টাকা করে তুলছি।

হাকিমপুর (হিলি) উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম। পরে বিষয়টি দেখা হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, বোয়ালদাড় বাজারের সড়কটি খানাখন্দে ভরে গেছে এবং চাঁদা তুলে ইজিবাইক চালকরা সড়কটি সংস্কার করছে বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি এবং সরেজমিন গিয়ে বিষয়টি দেখবো। তারা যেন চাঁদা তুলে সংস্কার না করতে পারে সেটাও দেখা হবে। এছাড়াও এলজিইডি নিকট তুলে ধরা হবে।