• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

সিরিজ হারের পর এবার জরিমানাও গুনলো বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ৫:৪৮ অপরাহ্ণ | আগস্ট ৯, ২০২২ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। রয়েছে ১১ বছর পর ৩-০ ব্যবধানে তথা হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায়। এমন সময় মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে জরিমানা। দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে তামিমবাহিনী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ওভার শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ের পরও তারা দুই ওভার বল করে। আর সেই দুই ওভারের প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে মোট ৪০ শতাংশ জরিমানা করা হয়।

আর সেটা করা হয় আইসিসি’র আচরণবিধি ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী। যেখানে বলা আছে নির্ধারিত সময়ের মধ্যে যে কয়টি ওভার কম করবে তার প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হবে।

দ্বিতীয় ওয়ানডের ফিল্ড আম্পায়ার ফরস্টার মুতিজওয়া ও ল্যাংটন রুসিরি এই জরিমানা আরোপ করেন। আর সেটি কার্যকর করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

আগামীকাল বুধবার দুপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।