

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকের যৌন নিপীড়নের অফিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) হাকিমপুর উপজেলার পাউশগাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুর রাজ্জাক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর লজ্জা স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় বাদী হয়ে সুবিচার চেয়ে শিক্ষার্থীর বাবা হাফিজুর রহমান মাদ্রাসার অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। দীর্ঘ দিন অতিবাহিত হলেও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেননি।
এবিষয়ে উক্ত মাদ্রাসার সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্রীকে যৌন নিপীড়নের জন্য মাদ্রাসার কর্মচারী রাজ্জাকের বিরুদ্ধে মেয়ের বাবার লিখিত অভিযোগ দিয়েছেন। তিন জনের একটি তদন্তের টিম গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।