• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ইবিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় মেতেছে ইইই’র শিক্ষার্থীরা

| নিউজ রুম এডিটর ১১:০৪ পূর্বাহ্ণ | মার্চ ৯, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে কতৃপক্ষ। অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে ওয়েজেদ মিয়া বিজ্ঞান ভবন ও আশেপাশের এলাকা।

শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে বিভাগটির সূচনালগ্ন (১৯৯৫-৯৬) থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

উৎসব স্থলে গিয়ে দেখা যায়, বাহারি রকমের পিঠাপুলিতে সাজানো হয়েছে প্রতিটি স্টল। পিঠা উৎসবের বিভিন্ন স্টলে স্থান পেয়েছে জামাই পিঠা, পুলি পিঠা, নকসি পিঠাসহ নাম না-জানা হরেকরকম পিঠা। বিভাগটির অ্যালামনাই ও শিক্ষার্থীদের জন্য রয়েছে টোকেনের ব্যবস্থা। টোকেন দিলেই মিলবে পিঠা, কফি, আইসক্রিমসহ সকল আইটেম। এদিকে সাংস্কৃতিক সন্ধ্যায় অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, নাটক, কবিতা পরিবেশিত হয়েছে।

এছাড়াও, আগামীকাল রজতজয়ন্তী ও পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন।

পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘১৯৯৫ সালে বিভাগটি প্রতিষ্ঠা হওয়ার পর এটি আমাদের প্রথম পুনর্মিলনী ও একইসাথে রজতজয়ন্তী। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন। যার মাধ্যমে আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সাথে একটি ভালো বন্ধন তৈরি হবে।