• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

হত্যা মামলার প্রধান আসামী এয়ারপোর্ট থেকে গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:০৭ অপরাহ্ণ | জুলাই ৩, ২০২৪ আইন ও আদালত

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে গৃহবধূ শাবনূর আক্তার হত্যা মামলার প্রধান আসামী স্বামী রবিনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ ইমিগ্রেশন পুলিশ। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই সুকান্ত বিশ্বাস ও এসআই লোকমান হোসেন অন্যান্য অফিসার্স ফোর্সের সহায়তায় গ্রেফতারকৃত আসামী রবিনকে হেফাজতে নেন। এদিন সকালে তাকে সিরাজদিখান থানায় আনার পর ৭ দিনের রিমান্ড চেয়ে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে সিরাজদিখান থানা পুলিশ। সে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর (বাহেরচর) গ্রামের পিয়ার আলীর ছেলে।

উল্লেখ্য, গত ২৪ জুন সোমবার গৃহবধূ শাবনূর আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার স্বামী রবিনের বসত ঘরের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় মর্মে নিহত শাবনূর আক্তারের ভাই সম্রাট শেখ বাদী হয়ে স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে অভিযুক্ত করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২০।

দায়েরকৃত মামলার প্রধান আসামী রবিনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতার করা হলেও অন্যান্য আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, সিরাজদিখান থানা থেকে আসামী যাতে বিদেশে যেতে না পারে সে জন্য আবেদন করে রাখা হয়েছিলো।

এয়ারপোর্ট কতৃপক্ষ তাকে গ্রেফতারের পর খবর দিলে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। ৭ দিনের রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।