• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে চেয়ারম্যান হিসাবে পূনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৮:০৩ অপরাহ্ণ | জুন ১৯, ২০২৫ নীলফামারী, সারাদেশ

 

কে এম শাকীর , নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান বিমানকে পূনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অবিলের বাজারে মানববন্ধনে অংশ নেয় হাজার হাজার সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবী ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কোন দোসরকে আমরা পরিষদের চেয়ারে দেখতে চাই না। রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত খান বাদশার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রণচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কফিল উদ্দিন,রণচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান জুয়েল,জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মারেফুল ইসলাম সাদ্দাম,এনসিপির উপজেলা কমিটির সদস্য আশিক আলী ও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি নুরুজ্জামান রওশন প্রমূখ।

বক্তারা বলেন,ভোট চোর ফ্যাসিষ্ট আওয়ামী যুবলীগের সন্ত্রাসী মোখলেছুর রহমান বিমানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে পূনর্বহাল করা হলে রণচন্ডী ইউনিয়নের সাধারণ মানুষ তা শক্ত হাতে দমন করতে বাধ্য হবে।

প্রশাসন কোন কারণে যদি আওয়ামীলীগের চেয়ারম্যানকে পূনর্বহালের চেষ্টা করেন তাহলে এর দ্বায় প্রশাসনকেই নিতে হবে।

এ ব্যাপারে মোখলেছুর রহমান বিমান বলেন,আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমার পদে ফিরতে চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী আমাকে আমার স্বপদে বহাল করলে তা কেউ ঠেকাতে পারবে না।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন, এখন পর্যন্ত চেয়ারম্যানের পূর্বহালের জন্য কোন চিঠি আমার হাতে আসেনি।