• আজ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জেলা জামায়াত নেতৃবৃন্দ

| নিউজ রুম এডিটর ৬:২০ অপরাহ্ণ | অক্টোবর ৬, ২০২৫ নীলফামারী, রাজনীতি, সারাদেশ

 

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের নেতৃত্বে জামায়াতের একটি টিম ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন যায়। সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন ক্ষতির দিকগুলো শোনেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার তাদেরকে ধৈর্য্য ধারণ করার জন্য পরামর্শ দেন। তিনি বলেন,জামায়াত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষকে সাথে নিয়ে কাজ করেন। দুর্যোগ এবং দুর্ভোগের মাধ্যমে আল্লাহ মুমিনদের পরীক্ষা নেন। সেই পরীক্ষায় যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন তারাই কামিয়াব হয়। তিনি বলেন,ঘুর্ণিঝড় হওয়ার পর থেকে ইউনিয়ন ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ঘুর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ জামায়াত পরিবারগুলোর তাৎক্ষণিক খোঁজ নিতে ছুটে আসেন নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তাঁর চেষ্টায় এবং উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতায় সোমবার সকালে খাদ্য সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলা যুব বিভাগ ক্ষতিগ্রস্থ ৩ শ ৬৫ টি পরিবারের তালিকা গ্রহন করেছেন। আমরা দ্রুত সেই তালিকা কেন্দ্রীয় সংগঠনের কাছে প্রেরণ করবো। কেন্দ্রীয় সংগঠন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে বলেন,সরকার চাইলে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারেন।

 

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারূক আব্দুল লতিফ, জেলা শুরু সদস্য ও নীলফামারী-৪ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জরুল ইসলাম রতন,উপজেলা শিবির সভাপতি মুজাহিদ ইসলামসহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।