• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

তুরাগ থানায় প্রতারণা মামলায় একজন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০২৩ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানায় প্রতারণা মামলায় একজন কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

ঐ প্রতারকের নাম মোঃ ওমর ফারুক। গ্রেফতারের পর তার হেফাজত থেকে প্রতারণা করে আত্মসাৎ করা একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দীন।

তিনি বলেন গ্রেফতারকৃত ওমর ফারুক ২০২০ সালের ১৫ মার্চ তুরাগ থেকে আশুলিয়া যাওয়ার কথা বলে মোহাম্মদ জিলন মিয়ার নিকট হতে তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। তারা দু’জন পূর্ব পরিচিত। এরপর থেকে সে তার মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এবং জিলন মিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে মোটরসাইকেলটি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো।

তিনি আরো জানান, ভুক্তভোগী জিলন মিয়া দীর্ঘ সাড়ে তিন বছর পর বাদি হয়ে গতকাল সোমবার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ওই দিনই টঙ্গী-পশ্চিম থানার মিলগেট এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। তার নিকট হতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।