• আজ ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

লালমনিরহাট সীমান্তে এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

| নিউজ রুম এডিটর ১১:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্ত থেকে খালেক মাহমুদ শান্ত (১৮) নামে এক বাংলাদেশি কলেজছাত্রকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ।

আটক কলেজছাত্র খালেক মাহমুদ শান্ত উপজেলার টংভাঙ্গা গ্রামের রমজান আলী কবিরাজের ছেলে এবং হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের বিএম শাখার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে যান খালেক মাহমুদ শান্তসহ কয়েকজন যুবক। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নীলাপাড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে গেলেও শান্তকে আটক করে নিয়ে যায় বিএসএফ। তবে কোন কারণে তাকে বিএসএফ আটক করেছে তা এখনো জানা যায়নি।

খালেক মাহমুদ শান্তের বাবা রমজান আলী কবিরাজ বলেন, আমার ছেলে কলেজে পড়লেও মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ হয়ে পড়েছে। শুনেছি আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে ভারতের মাথা ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, মানসিক বিকারগ্রস্থ ছাড়া সুস্থ মানুষ রাতে সীমান্তের কাঁটাতারের পাশে যায় না। শান্তকে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।