• আজ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা |

কুড়িগ্রামের রৌমারী সীমা‌ন্তে ককটেল ফা‌টি‌য়ে জনমনে আতং‌কের চেষ্টা বিএসএফের

| নিউজ রুম এডিটর ৩:২৮ অপরাহ্ণ | মে ২৯, ২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনে ব্যর্থ হ‌য়ে ককটেল ফা‌টি‌য়ে জনমনে আতংক সৃ‌ষ্টির অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরু‌দ্ধে। বুধবার (২৮ মে) রাত ১০টার দি‌কে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের-১০৬৪ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দি‌য়ে রৌমারী সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কা‌ছে ভারতের আসাম রাজ্যের সাহাপাড়া বিওপি ক্যাম্পে বেশ কিছু মানুষ ও কয়েকটি গা‌ড়ির জটলা দেখ‌তে পায় এলাকাবাসী। খবর পে‌য়ে এলাকাবাসী ও বি‌জি‌বির সতর্কতার কারণে পুশইনে ব্যর্থ হয় তারা। এ সময় ভার‌তের ভূখণ্ডে এক‌টি বিকট শব্দ হয়।

চান্দারচর সীমান্তের বাসিন্দা, ফিরোজ মি‌য়া, মামুন হো‌সেন জানান, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উড়ছে। গ্রামের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তায় রেখেছে।

এ বিষ‌য়ে রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানার বক্তব্য নি‌তে তার মু‌ঠো‌ফো‌নে কল করা হ‌লে সে‌টি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

ত‌বে জামালপুর ব্যাটালিয়নের- ৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, কক‌টেল বি‌ষ্ফোর‌ণের ঘটনা আমা‌দের জানা নেই। তা ছাড়া পুশইন ঠেকা‌তে আমা‌দের বি‌জি‌বি সদস্যরা সীমা‌ন্তে কঠোর অবস্থা‌নে রয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দি‌কে রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্তে-১০৬৭ সীমানা পিলা‌রে নোম্যান্স ল্যান্ডে ১৪ ভারতীয় নাগ‌রিক‌কে পুশইন ক‌রে বিএসএফ। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে ক‌য়েক রাউন্ড গোলাগুলি হ‌য়। পরে বাংলা‌দে‌শের আকা‌শে ড্রো‌ন উড়ি‌য়ে ভী‌তিকর প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টিকর বিএসএফ। সেই থে‌কে রৌমারী সীমা‌ন্তে টানটান উত্তেজনা বিরাজ কর‌ছে ব‌লে জানান স্থানীয়রা।