• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

হিলিতে ২টি অবৈধ করাতকলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২ দিনাজপুর, লিড নিউজ, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ২টি অবৈধ করাতকলে (স-মিল) অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে করাতকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার। শনিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন।

বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার জানান, বেশ কয়েকটি অবৈধ করাতকল (স-মিল) গড়ে তুলেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিতিত্বে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজারের পার্শ্বে এমদাদুল হক ও মাহাবুবুর রহমানের অবৈধ ভাবে গড়ে উঠা করাতকলের (স-মিল) বিভিন্ন যন্ত্রাংশ জব্দ, প্রত্যেককে অর্থ দন্ড এবং বৈধ লাইসেন্স ছাড়া করাতকল (স-মিল) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।