• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

হিলিতে ২টি অবৈধ করাতকলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২ দিনাজপুর, লিড নিউজ, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ২টি অবৈধ করাতকলে (স-মিল) অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে করাতকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার। শনিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন।

বিরামপুর চরকাই রেঞ্জের রেঞ্জ অফিসার নিশি কান্ত মালাকার জানান, বেশ কয়েকটি অবৈধ করাতকল (স-মিল) গড়ে তুলেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিতিত্বে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজারের পার্শ্বে এমদাদুল হক ও মাহাবুবুর রহমানের অবৈধ ভাবে গড়ে উঠা করাতকলের (স-মিল) বিভিন্ন যন্ত্রাংশ জব্দ, প্রত্যেককে অর্থ দন্ড এবং বৈধ লাইসেন্স ছাড়া করাতকল (স-মিল) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।