• আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

| নিউজ রুম এডিটর ৮:৪৬ পূর্বাহ্ণ | মে ১২, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ খেলবে নেইমারেরা। কিন্তু বুধবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মেসিদের বিপক্ষে না খেললেও আগামী ২ জুন দক্ষিণ কোরিয়া এবং ৬ জুন জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

একই মাসের ১১ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল সেলেসাওদের।
আসন্ন এই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস, ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলোনার দানি আলভেস, লিভারপুলের আলিসন, পিএসজির নেইমারের মতো তারকারা।