• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

যেভাবে দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ৮:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপের সদ্য শেষ হওয়া আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রথম খেলায় মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারায়।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে সাফের রেকর্ড পাঁচ আসরের শিরাপাজয়ী ভারতকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পায় স্বাগতিক নেপালকে।

সোমবার নেপালের বিপক্ষে খেলতে নামার আগে অতীতে এই দলের বিপক্ষে আটবার মুখোমুখি হয় বাংলাদেশ। অতীতের সেই সাক্ষাতে ছয়বারই হারে বাংলাদেশ। দুইবার ড্র করার সুযোগ পায়।

কিন্তু রোববার নেপালের বিপক্ষে নবম সাক্ষাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। নেপালের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে খেলার শুরুতেই (১৪ মিনিটে) গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বদলি খেলোয়াড় শামসুন্নাহার।

এরপর ৪১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ট্রফি উপহার দিতে অবদান রাখেন কৃষ্ণারানী সরকার।

নেপালের হয়ে আনিতা বেসন্ত একমাত্র গোলটি করেন।