• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

যেভাবে দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ৮:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপের সদ্য শেষ হওয়া আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রথম খেলায় মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারায়।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে সাফের রেকর্ড পাঁচ আসরের শিরাপাজয়ী ভারতকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পায় স্বাগতিক নেপালকে।

সোমবার নেপালের বিপক্ষে খেলতে নামার আগে অতীতে এই দলের বিপক্ষে আটবার মুখোমুখি হয় বাংলাদেশ। অতীতের সেই সাক্ষাতে ছয়বারই হারে বাংলাদেশ। দুইবার ড্র করার সুযোগ পায়।

কিন্তু রোববার নেপালের বিপক্ষে নবম সাক্ষাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। নেপালের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে খেলার শুরুতেই (১৪ মিনিটে) গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বদলি খেলোয়াড় শামসুন্নাহার।

এরপর ৪১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ট্রফি উপহার দিতে অবদান রাখেন কৃষ্ণারানী সরকার।

নেপালের হয়ে আনিতা বেসন্ত একমাত্র গোলটি করেন।