মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলন, দোয়া খায়ের, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পম্যাল্য অর্পন, বৃক্ষরোপন ও র্যালীর মধ্য দিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর কৃষকলীগের আয়োজনে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে নিহতদের স্মরনে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পরে খাদ্যগুদাম চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফলদ বৃক্ষ রোপন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি হিলি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র জামিল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জনার্দ্দন চন্দ রায়, সাধারন সম্পাদক মহসিন আলী, পৌরকৃষকলীগের সাধারন সম্পাদক রাকিব হাসানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।