

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। রোববার জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। সেখানে ১৪৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।
মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট।
নড়াইল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন।
২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন মাশরাফি। এবার ২০২৪ সালে এসে আবারো নেমেছেন সংসদ নির্বাচনে। এবারো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টাইগার ক্রিকেটের সাবেক অধিনায়ক।
এদিকে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর ফেসবুকে নড়াইলবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ, চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে এবারের নির্বাচনে ৪০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।