সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর মহাসড়কে মহেন্দ্রা ও ইঞ্জিনভ্যানের মুুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কলারোয়া থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজ্ঞিনভ্যান (আলম সাধুর) সাথে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।