• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

সাতক্ষীরায় মহেন্দ্রা ও ইঞ্জিনভ্যান সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত

| নিউজ রুম এডিটর ৮:১৮ অপরাহ্ণ | মার্চ ১২, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর মহাসড়কে মহেন্দ্রা ও ইঞ্জিনভ্যানের মুুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহামান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কলারোয়া থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজ্ঞিনভ্যান (আলম সাধুর) সাথে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।