• আজ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আগে কন্ডিশন বোঝার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ রেখেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে একদমই অনভিজ্ঞ দলটাকে নিয়ে এই সিরিজে বাড়তি কোনো আড়ম্বর ছিল না। তবে সেই যুক্তরাষ্ট্রই বাংলাদেশকে চমকে দিয়েছে দারুণভাবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখায়ই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র।

৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই হেরে গিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টানা ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন বাঁহাতি এই ওপেনার।