• আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সাতক্ষীরার উন্নয়নে জেলা সমিতির ৫ দাবি

| নিউজ রুম এডিটর ১:৩৮ পূর্বাহ্ণ | অক্টোবর ৭, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার উন্নয়নে ৫ দফা দাবি উত্থাপন করেছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। এসময় জেলার বিভিন্ন সমস্যা সমাধানের কথাও তুলে ধরেন জেলা সমিতির নেতৃবৃন্দ।

শুক্রবার ( ৫ অক্টোবর) রাত ৮ টায় রাজধানীর পান্থপথে অবস্থিত সমিতির কার্যালয়ে এক সভায় এই দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো: যশোর-সাতক্ষীরা, খুলনা-সাতক্ষীরা-ভেটখালী ফোর লেন সড়কসহ সকল জরাজীর্ণ রাস্তা সংস্কার, নদীর বাঁধ ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনের জরুরী ব্যবস্থা নেয়া, মৎসচাষ নিরাপদ করার লক্ষে ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, মাদক নিয়ন্ত্রণ এবং সাতক্ষীরায় একটি পর্যটক জেলা হিসেবে গড়ে তোলা।

এছাড়াও সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুন্সীগঞ্জ থেকে নাভারণ পর্যন্ত রেললাইন নির্মাণ, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গ রূপে চালু করা, জেলার সব নদী-খালের জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সব বাধা অপসারণ, সাতক্ষীরায় বেকার সমস্যা সমাধানে শ্রমঘন বিশেষ অর্থনৈতিক জোন ও শিল্প কলকারখানা গড়ে তোলার দাবি জানানো হয়।

এসময় সাতক্ষীরা জেলা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ আব্দুল জলিল, সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম- সম্পাদক এ্যাডঃ হুমায়ুন কবির বাদশা, এস এম মেহেদী হাসান, ট্রেজারার রেজাউল হকসহ নির্বাহী কমিটির অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।